জেলা সংশোধনাগারে চুরি
মালদা : মালদা জেলা সংশোধনাগারের অনুসন্ধান কেন্দ্র থেকে চুরি গেল কম্পিউটার মনিটর সহ বেশ কিছু সামগ্রী।অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়।শনিবার সকালে বিষয়টি নজরে পড়ে মালদা জেলা সংশোধনাগারের জেল পুলিশের।জানা গিয়েছে, বিচারাধীন বন্দীরদের সঙ্গে দেখা করতে আসা পরিজনদের জন্য তৈরী অনুসন্ধান কেন্দ্রে লাগানো ছিল কম্পিউটার মনিটর।এর পাশাপাশি বেশ কয়েকটি যন্ত্রাংশ ছিল সেখানে।
বিচারাধীন বন্দীর দের সঙ্গে দেখা করার আগে পরিজনদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হত কম্পিউটারে। সেখানকার একটি মনিটর, ব্যাটারি সহ অন্যান্য সামগ্রী চুরি যায় বলে অভিযোগ।
শনিবার সকালে জেল পুলিশের নজরে পড়ে অনুসন্ধান কেন্দ্র থেকে চুরি গেছে এলইডি মনিটর সহ অন্যান্য যন্ত্রাংশ।এরপর এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয় ইংরেজবাজার থানায়।
সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও করোনা পরিস্থিতিতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কীভাবে এলইডি টিভি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরি হলো তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদা জেলা সংশোধনাগার চত্বরে।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।