ভারতে কবে শেষ হবে করোনার ঢেউ
আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়ালের নেতৃত্বে গবেষণায় উঠে এসেছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয় ঠিক কবে শেষ হবে। আইআইটি কানপুরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের ১০-১৫ তারিখের মধ্যে শিখরে উঠবে দ্বিতীয় ঢেউ। জুন মাসের শেষ থেকে কমতে শুরু করবে সংক্রমণের গতি। যা থিতু হবে জুলাইয়ে। আইআইটি কানপুরের গবেষণা বলছে, মহারাষ্ট্র ইতিমধ্যেই সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই সংক্রমণের শিখরে উঠবে উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি ও পশ্চিমবঙ্গ। তারপর কমতে শুরু করবে সংক্রমণ।পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশের অধিকাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে যাবেন। কিন্তু শিশুরা তখনও ভ্যাকসিন পাবে না।
করোনা দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে । দেশে প্রতিদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে । ২৫দিন আগে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছিল সেখানে এখন মৃতের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গিয়েছে । তবে তারমধ্যেই আসবে তৃতীয় ঝড়।করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। হু হু করে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহারও। সকলেরই মনে এখন করোনা আতঙ্ক। নতুন স্ট্রেন কী আদও কাবু করা যাবে? গেলেও তা কবে? সবার মনে এখন একটাই প্রশ্ন।