বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনায় প্রয়াত জনপ্রিয় সাংবাদিক

Published on: April 30, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট মানুষদের করোনায় মৃত্যর খবর আসছে। কোভিডে মৃত্যুর খবর আসছে দেশের বিভিন্ন পেশায় নামকরা ব্যক্তিদের প্রাণ হারানোর খবরও। গত ২৮দিনে দেশে ৫২ জন সাংবাদিক কোভিডের কারণে মারা গিয়েছেন। সেই তালিকায় যোগ হল আরও এক বিশিষ্ট সাংবাদিকের নাম। দেশের হিন্দি নিউজ চ্যানেলের জনপ্রিয় মুখ রোহিত সরদানা করোনার কারণে প্রয়াত হলেন। এক সর্বভারতীয় নিউজ চ্যানেলের সঞ্চালক তথা জনপ্রিয় মুখ রোহিত সরদনা-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্য়ুতে দেশের সাংবাদিক, দর্শকরা শোকস্তব্ধ। আজ সকালেই তাঁকে নয়ডার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান বলে জানা গিয়েছে। তাঁর দুটি ছোট মেয়ে আছে। করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

রোহিতল সারদানা যে গ্রুপের টিভি চ্যানেলের সঞ্চালক-সাংবাদিক, সেই গ্রুপের বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাই টুইটে লেখেন, রোহিতের মৃত্যুটা সত্যিই ভয়ঙ্কর খবর। ওর পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।

ভারতীয় হিন্দি নিউজ চ্যানেলে একেবারে চেনা মুখ রোহিত সরদানা। দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করছেন। একেবারে নিজস্ব ভঙিমায় খবর পরিবেশন করতেন। করোনা কালে প্রাইম টাইমে তাঁর বেশ কিছু শো জনপ্রিয়তা পায়।

তবে একা রোহিত নয়, সমীক্ষায় প্রকাশ গত ২৮ দিনে, যখন দেশের করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে তাতে ৫২ জন সাংবাদিক মারা গিয়েছেন। করোনায় দেশের অবস্থা তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে প্রাণ হারাচ্ছেন সাংবাদিকরা। গত এক বছরে ১০১ জন সাংবাদিক কোভিডের কারণে মারা গিয়েছেন।

Join Telegram

Join Now