বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বাংলায় অনেক ভালো ফলাফল করবে মিম

Published on: December 26, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে প্রতীদ্বন্ধিতা করতে চলেছেন AIMIM। আজ পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের লোধাস্মৃতি ভবনে AIMIM এর প্রথম কর্মীসভায় মধ্য দিয়ে রাজনৈতিক লড়াইয়ের পথ প্রশস্ত করার সূচনা করলো সংগঠনের রাজ্য নেতৃত্ব। আজ মেদিনীপুরে প্রথম কর্মীসভা করলো AIMIM । AIMIM এর রাজ্য নেতৃত্ব আনিসুর রহমান জানান, আজ এই কর্মীসভা একটি রাজনৈতিক কর্মসূচি। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এদিনের কর্মিসভা। তবে কতগুলি আসনে প্রতীদ্বন্ধিতা করবে দল তা এখনই পরিষ্কার নয়।

মানুষ চাইছে একটি বিকল্প রাজনৈতিক শক্তি, তাদের সেই চাহিদা পূরণ করতে AIMIM সক্ষম। তিনি আরও বলেন, বিহারের থেকে বাংলার মাটি অনেক বেশি উৎকর্ষ এবং বাংলায় অনেক ভালো ফলাফল করবে মিম। নির্বাচনের প্রচারের হাতিয়ার হবে সব মানুষের সমান অধিকার কায়েম করা। তবে এখুনি জোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি দল। AIMIM এর বর্তমান লক্ষ্য দলকে সর্বত ভাবে শক্তিশালী করা বলে জানান মিম নেতৃত্ব। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন গোলাম নবী আজাদ, ফিরোজ আহমেদ, মহম্মদ আকিল সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা।

Join Telegram

Join Now