বড়দিনে মানুষের ভিড় দীঘার সমুদ্র সৈকতে
করোনার উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে দীঘা সমুদ্র সৈকতে। দীর্ঘ কয়েক মাস করোনার জন্য বাড়ির মধ্যে থাকতে হয়েছিল সবাইকে। করোনার সংক্রমণ কিছুটা কম দেখা দেওয়ায় সাধারণ মানুষ বড়দিনের উৎসবে মেতে উঠল দীঘার সমুদ্র সৈকতে এসে। গতকাল রাত থেকেই পর্যটকরা আসতে শুরু করেছে দিঘায়। শুধু দিঘা নয় পাশাপাশি তাজপুর মন্দারমনিতেও পর্যটকেরা ভিড় জমিয়েছে। তবে অন্যান্য বছরের থেকে ভিড়ের পরিমান কিছুটা কম রয়েছে। ভিড় সামাল দিতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে সমুদ্রসৈকতে।কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সজাগ দৃষ্টি রয়েছে পুলিশ প্রশাসন থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের।