16 বছরের নাবালিকাকে বিবস্ত্র করে হত্যা করার ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ
নাবালিকার বস্ত্রহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পলাশী থানার পলসনডা গ্রামে। নিহত নাবালিকার নাম রজনী খাতুন,পিতা রাশেদ মল্লিক। মৃত ওই নাবালিকা মামার বাড়িতেই থাকতেন বলেই জানালেন মৃতার আত্মীয়রা। ওই নাবালিকার বাড়ি পলসনডা পশ্চিম পাড়ায় ।থাকতো মামার বাড়ি পলসনডা উত্তর পাড়াতেই। ওই নাবালিকার মা বাড়িতে আসার জন্য ফোন করলে সে বাড়ির উদ্দেশ্যে রাত্রি আটটার দিকে রওনা দেয়। বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গেলও ওই নাবালিকা বাড়িতে পৌঁছায় না। তার পরেই বাড়ি থেকে খোঁজখবর শুরু করে। অবশেষে বিবস্ত্র অবস্থায় মৃত নাবালিকার দেহ দেখতে পায় পাড়ার এক পুকুরে এলাকাবাসী। মৃত ওই বিবস্ত্র নাবালিকার দেহ পড়ে থাকতে দেখে ওই এলাকার প্রতিবেশীরা খবর দেয়। নাবালিকার পরিবারের তরফ থেকে সেখানে গিয়ে চিহ্নিত করতে পারেন।
এরপর কালীগঞ্জ থানার পলাশী পাড়ার পুলিশ ফাঁড়ির প্রশাসন মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পরিবারের তরফ থেকে পলাশী থানাতে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত স্বার্থে কালীগঞ্জ থানার পুলিশ চারজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। পরিবারের তরফ থেকে দাবি কি কারণে খুন ময়না তদন্তের পরই জানা যাবে। কে বা কারা খুন করেছে পুলিশ তদন্ত করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেন পরিবারের তরফ থেকে। সন্ধ্যেবেলাতে এই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন 16 বছরের নাবালিকা রজনি খাতুন। এই ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে । নিশংস ভাবে 16 বছরের নাবালিকাকে বিবস্ত্র করে হত্যা করার ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ।