ছাত্রছাত্রীদের হাতে ফল গাছের চারা তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ


প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল ফল গাছের চারা। আজ কোচবিহারের ডাউয়াগুড়িতে ডাংধরার পাট তল্লিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে এই গাছের চারা বিলি করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রায় ৬৫ টি ছাত্র ছাত্রীর হাতে ফলের চারা দেওয়া হয়।জানা গেছে আজ লেবু ও পেয়ারার চারা দেন। এরপরে লিচ ও আমলকি চারা দেওয়া হবে। জানা গেছে এই প্রাথমিক বিদ্যালয়েই ছোটবেলা পড়াশোনা করেছেন মন্ত্রী নিজেই।ছেলেবেলার স্কুলে গাছের চারা বিলি করতে এসে নস্টালজিক হয়ে পড়েন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।