বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আমবাগান থেকে অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

Published on: January 4, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                         
                                                                দেবু সিংহ –মালদাঃ 

আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধারধর্ষণের পরই খুন বলে অনুমান এলাকাবাসীরঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার কামালপুর এলাকার রাজ্য সড়ক থেকে সামান্য দূরে আম বাগানেশনিবার সকালে এই দেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়েপুলিশ দেহ উদ্ধার করে যুবতীর পরিচয় জানতে ও ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে

 

 স্থানীয় সূত্রে জানাগেছে,এই আমবাগান নির্জন এলাকাএদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহটিঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়েখবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনীঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘিরে দেওয়া হয় এলাকার


স্থানীয়রা জানান,মৃত যুবতীর মুখে ও দেহে আগাতের চিহ্ন রয়েছেদেহের পাশে পড়ে রয়েছে যুবতীর জুতা,কাপড় ,ব্যাগ সহ সাজাগোজার নানান সামগ্রীএমনকি ব্যবহার করা কন্ডোম পড়ে রয়েছে দেহের পাশেইতা দেখে স্থানীয়দের অনুমান,যুবতীকে ধর্ষণ করার পরই খুন করা হয়েছেযদিও এই যুবতীকে পরিচয় জানা এখনো সম্ভব হয়নি

এদিকে ঘটনাস্থলে ছুটে আসে মালদা জেলা ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারাঘটনাস্থল থেকে পুলিশ নমুনাও সংগ্রহ করেছে যুবতীর দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ

Join Telegram

Join Now