বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বাঁকুড়ায় শুরু জয়পুর পর্যটন উৎসব

Published on: January 17, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now


                                    ইন্দ্রানী সেন :বাঁকুড়া 

ম্যারাথন দৌড়  ও অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাঁকুড়ায় শুরু জয়পুর পর্যটন উৎসবআনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার এছাড়াও উৎসবের প্রধান জয়পুরের ভূমিপুত্র মন্ত্রী শ্যামল সাঁতরা


 সূত্রের খবর ম্যারাথন দৌড়ে প্রায় শতাধিক  যুবক অংশগ্রহণ করেস্থানীয়  রাজগ্রাম বাস স্ট্যান্ড থেকে জয়পুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচেজয়পুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় 300 জন পড়ুয়া  এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল, জয়পুর  ব্লকের বিডিও ভৌমিক, জয়পুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ইয়ামিন শেখ সহ অন্যান্যরা


উল্লেখ্য এলাকায় সংস্কৃতির পরিমণ্ডল বিকাশে এই উৎসবের সূচনা করেন মন্ত্রী শ্যামল সাঁতরাজয়পুরের জয় হোক গানের রচনা করেন জয়পুরের প্রাক্তন বিডিও ধ্রুবপদ শাণ্ডিল্যমেলা চলবে আগামী ২১জানুয়ারি পর্যন্ত

Join Telegram

Join Now