এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ধর্ষণ করে খুন বলে অভিযোগ

দেবু সিংহ :মালদা
মালদা-হবিবপুরের এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকেদের । মালদা থানা ওই নাবালিকার দেহ উদ্ধার করেছে । তার দুই হাঁটুর মাঝে রক্ত দেখে পরিবারের লোকের অনুমান, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
যদিও পুলিশ আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে পরিবারের লোকেদের । এই ঘটনায় পুলিশের ওপর ক্ষুব্ধ তাঁরা । শনিবার এই ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে পুলিশের কাছে যথাযথ তদন্ত দাবি করেছেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু । তিনি বলেন,‘এই পরিবারের লোকেরা বলছেন, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে । ওই মেয়েটির সঙ্গের কারোর কোনো সম্পর্ক ছিল না । তার আত্মহত্যার কোনও প্রশ্নই ওঠে না । আমরা পুলিশকে তদন্ত করতে বলেছি ।
তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো । আমরা সিবিআই চেয়ে আন্দোলনে নামবো ।’ ঘটনার সত্যতা নিয়ে আলোচনা করতে এদিন মৃত নাবালিকার স্কুল শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলেও যান বিধায়ক । সেখানে শিক্ষকদের সঙ্গেও কথাও বলেন তিনি ।