খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিস। আহত যুবককে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। তবে সন্দেহভাজন ওই যুবকের পরিচয় এখনও জানা যায় নি।
ওই শিশুকন্যাটির মামা ছোটন সিং বলেন, আমরা বিয়েবাড়ি নিয়ে মেতে ছিলাম। বাচ্চারা গানের তালে তালে নাচ করছিল। ওই সন্দেহভাজন যুবকও বাচ্চাদের নাচ দেখার অছিলায় দাঁড়িয়ে পড়ে। প্রথমে আমাদের কোনও সন্দেহ হয় নি। হঠাৎই আমার নজরে আসে ওই যুবক আমার ভাগ্নিকে কোলে নিয়ে হাঁটা দিয়েছে। আমি প্রথমে খানিকটা হতভম্ব হয়ে গেলেও চিৎকার করে তাকে দাঁড় করাই। ওই যুবক দাবি করে সে আমার ভাগ্নিকে বাজারে নিয়ে গিয়ে উপহার কিনে দিতে চাইছিল।
অথচ তাকে আমরা কেউই চিনি না। সন্দেহ হওয়ায় আমার দিদিকে ডেকে নিয়ে আসি। কিন্তু সেও ওই যুবককে চিনতে পারে নি। তখনই আমাদের সন্দেহ হয় ওই যুবক আমার ভাগ্নিকে অপহরণের চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হতেই অনেকে ছুটে আসেন। ওই যুবককে সামান্য মারধর করা হয়। পুলিস ঘটনাস্থলে এসে ওই অজ্ঞাতপরিচয় যুবককে নিতে যায়।