বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগ

Published on: January 30, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                                                           দেবু সিংহ :মালদা 

পাঁচ বছরের এক শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধেঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার তিন নম্বর ব্লকের আকন্দবেরিয়া রমাকান্ত টোলা এলাকায়গ্রেফতার অভিযুক্ত যুবক
 

 

স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম বাদল ঘোষঅভিযোগ বুধবার সকালে 5 বছরের ওই শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে অভিযুক্ত বাদল ঘোষ স্থানীয় একটি আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেপরে ওই শিশু কানতে কানতে বাড়ি ফিরেঘটনা জানতে পেরেই পরিবারের লোকজন কালিয়াচক থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। 
 
 
ওই শিশু কন্যার মা জানান, তার মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবকওই যুবককে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশঅবিলম্বে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখেছে তার মা

 

আরও জানতে  দেখুন     https://www.youtube.com/watchv=dyfRSElA7HE

Join Telegram

Join Now