চিকিৎসকের কাছে না গিয়ে ঝাড়ফুঁক, কুসংস্কারের বলি দুই শিশু
দেবু সিংহ : মালদা
উল্লেখ্য, শুক্রবার বিকেলে একসঙ্গে চার জনে মিলে খেলা করছিল বলে জানা গিয়েছে। তারপরেই অচৈতন্য হয়ে পড়ে তারা। গ্রামে চলে ঝাড়ফুঁক। অসুস্থ শিশুর পরিবার তড়িঘড়ি চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দেখায় বলে অভিযোগ।
কিন্তু ঝাড়ফুঁক করার পর শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাদের তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ঠিক সেই সময় পথেই মারা যায় ফিরোজ আলী (৭) নামে এক শিশু।
অন্যদিকে চিকিৎসা চলাকালীন মারা যায় শফিকুল ইসলাম (৫)। বাকি দুইজন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম শাবনুর খাতুন (৩) এবং কোহিনুর খাতুন (৫)।মৃত ও আহতদের বাড়ি গাজোল থানার আলাল এলাকায়।