চটজলদি বানিয়ে ফেলুন ব্রেড পিৎজা
সৌজন্যে:ইন্টারনেট –
সকালে বাচ্চার স্কুলের টিফিন ঝটপট বানিয়ে ফেলুন ব্রেড পিৎজা
এটি এমন একটি রেসিপি যা চটজলদি বানিয়ে ফেলা যাবে খুব সহজেই আর নিজের জন্য বা বাচ্চার স্কুলের জন্য ঝটপট গুছিয়ে নেওয়া যাবে টিফিন……
প্রতিদিনের ব্যস্ততায়, সকালে নিজের জন্য বা বাচ্চাকে স্কুলের টিফিন বানিয়ে দিতে রোজ চিন্তা করতে হয় ‘আজ টিফিনে কী বানাব।’ তাই আজ আপনাদের জন্য রইল রেসিপি যা চটজলদি বানিয়ে ফেলা যাবে খুব সহজেই আর নিজের জন্য বা বাচ্চার স্কুলের জন্য ঝটপট গুছিয়ে নেওয়া যাবে টিফিন। তাহলে জেনে নিন ব্রেড পিৎজা বানানোর সহজ রেসিপি…
ব্রেড পিৎজা বানাতে লাগে:
পাউরুটি ১টা (মোটা হলে ভাল হয়), ক্যাপসিকাম কুচি ১ চামচ, ১ স্লাইস চিজ, টমাটো সস, কর্ন পরিমাণ মতো, পেঁয়াজ ১টি (স্লাইস করা), চিলি ফ্লেক্স পরিমাণ মতো, নুন স্বাদমতো। টপিং বাছতে পারেন আপনার পছন্দমতো। টপিং-এর তালিকায় রাখতে পারেন পনির, চিকেন, মাশরুম।
ব্রেড পিৎজা বানানোর পদ্ধতি:
১) গরম তাওয়ায় পাউরুটি দিন।
২) তারপর পাউরুটির উপর স্লাইস চিজ, টমাটো সস,ক্যাপসিকাম কুচি,কর্ন,পেঁয়াজ,চিলি ফ্লেক্স,নুন দিয়ে অল্প আঁচে ঢেকে দিন।
৩) তারপর পাউরুটির নিচটা বাদামি হতে আর চিজটা গলতে দিন। দেখবেন পুড়ে যেন না যায়।
৪) চিজ গলে গেলে নামিয়ে পরিবেশন করুন।