বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বেপাত্তা ২০০০ টাকার নোট, বাড়ছে ‘নোটবন্দি’র আশঙ্কা…

Published on: March 13, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌজন্যে :ইন্টারনেট –

বাজার  ২০০০ টাকার নোট গায়েব হচ্ছে ;তবে কি আবার  ‘নোটবন্দি’??

সূত্রের খবর  ইতিমধ্যেই ছাপানো বন্ধ হয়েছে গোলাপী নোট। কিন্তু কেন ??
২০১৬-র নভেম্বরে আসে গোলাপি নোট এর। কিন্তু এই কয়েক বছরের মধ্যেই অস্তিত্ব   শেষ হয়ে যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক বলছে  ২০১৭ সালে মার্চের শেষ পর্যন্ত বাজারে ২০০০ টাকার নোট ছিল প্রায় ৫০ শতাংশের বেশি।২০১৮-র মার্চে বাজারে ২০০০ টাকার নোট প্রায় ৩৭.৩ শতাংশে নেমে এসেছে। তাই আশঙ্কা বাড়ছে নোট বাতিলের।কিন্তু এর বাস্তবতা কতটা ?জানা গিয়েছে, ইতিমধ্যেই ছাপানো বন্ধ হয়েছে গোলাপী নোট। কিন্তু কেন গোলাপী নোট ছাপানো বন্ধ করে দেওয়া হচ্ছে? যদিও গত ডিসেম্বরে সরকার থেকে জানানো হয় ২,০০০ টাকার নোট বাতিলের কোনও পরিকল্পনা নেই।
           
                      এটিএম-এ বন্ধ করেছে ২০০০-এর নোট দেওয়া । ১ মার্চ ২০২০ থেকেই রিজার্ভ ব্যাঙ্কের এটিএম-এ দেখা মিলছে না ২০০০ টাকার নোটের। ২০০০ টাকার নোটের জায়গায় দেখা মিলবে এইবার ৫০০ টাকার নোটের। যেমন, ইতিমধ্যেই ইন্ডিয়ান ব্যাংকের এটিএম-এ আর পাওয়া যাবে না ২০০০ টাকার নোট।  নোট বাতিলের আশঙ্কা না থাকলেও ধীরে ধীরে বাজারে ২০০০ টাকার নোটের পরিমান কমে আসছে তা নিয়ে সন্ধেহ নেয়।  

Join Telegram

Join Now