অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার বিলিতি মদ
মালদাঃদেবাশীষ পাল ও দেবু সিংহ –লক ডাউন চলাকালীন শুক্রবার সাত সকালে মালদা নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর থানার পুলিশের হাইওয়েতে নাকা চেকিং চলাকালীন অ্যাম্বুলেন্স থেকে প্রচুর পরিমান বিলিতি মদ উদ্ধার। অ্যাম্বুলেন্সে চেকিং করার সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে মোদের বোতল । সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্স সহ বিলাতি মদের বোতলগুলি আটক করে।
অ্যাম্বুলেন্সে থাকা মদ সহ এম্বুলেন্স থাকা তিন জন ব্যক্তিদের আটক করে। তাদের নাম বাবলু সাহা, সোমনাথ দাস,অভিজিৎ হালদার।বর্তমানে তাদের হবিবপুর থানার রাখা হয়েছে । হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি জানিয়েছেন, শুক্রবার সকালে মালদা-নালাগোলা রাজ্য সড়কের হাইওয়েতে এলাকায় নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। অ্যাম্বুলেন্সটি থেকে প্রচুর বিলাতি মদের বোতল উদ্ধার হয়েছে। গাড়ি ও মদের সহ ব্যাক্তিদে আটক করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এম্বুলেন্সে থাকা ব্যাক্তিদের ।