ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে টাকা লুঠ
কৈলাশ বিশ্বাস :বাঁকুড়া – ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে ফের টাকা লুঠের ঘটনা ঘটলো।এবার ঐ জালিয়াত চক্রের শিকার হলেন বাঁকুড়ার পাত্রসায়রের তালসাগ্রা গ্রামের এক যুবক । বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে শিবরাম গড়াই নামে ঐ যুবককে কেউ বা কারা ফোন করে। সরল বিশ্বাসে ঐ যুবক এটিএম কার্ড বন্ধ করে দেওয়ার কথা বিশ্বাস করে কার্ড নাম্বার ও মোবাইলে আসা ওটিপি বলে দেওয়ার পরই কয়েক কিস্তিতে তার অ্যাকাউন্ট থেকে ৫১ হাজার ৯৯৬ টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
ওই যুবক বলেন, ঠেলাগাড়িতে চপ বিক্রি করে তার সংসার চলে , সংসার চালানোর পাশাপাশি একটু একটু করে প্রায় 10 বছর ধরে সে – ওই টাকাটা জমিয়ে ছিল | ঐ যুবক জানায় লকডাউন এতদিন দোকান বন্ধ ছিল যার ফলে আর্থিক দিক দিয়ে সংকটের মুখে পড়েছি। টাকাটা যদি ফেরত না পাই আমাকে পথে বসতে হবে |