রবিবার এক অদ্ভুত দৃশ্য দেখলো পূর্বস্থলির মানুষ জন। এদিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লক এর বেশ কিছু যুবক কে নিয়ে নেমে পড়লেন পুকুরে। এলাকার একটি স্নান করার পুকুরে গজিয়ে উঠেছিল কচুরিপানা। অসুবিধার সম্মুখীন হয়েছিল এলাকাবাসি। তাই অবশেষে নিজেই নেমে পড়লেন কচুরি পানা পরিষ্কার করতে। যা দেখে অবাক এলাকার মানুষজন।

রাজ্যের বিভ্ভিন্ন জায়গায় যখন কতিপয় বিভ্ভিন্ন রাজনৈতিক দলের নেতারা আখের গোছাতে ব্যস্ত তখন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ এর কর্ম-কান্ড তাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন জননেতার ভূমিকা। মন্ত্রীর এই রূপ কর্মকান্ডকে নাজির বিহীন জননেতা বলে আখ্যা দিলেন সমাজের বিশিষ্টজনেরা।