ভাঙনের তান্ডবে এখন দিশেহারা গ্রামবাসী,জলে তলিয়ে গিয়েছে এলাকার প্রায় ৭০ টি বাড়ি

সোনা গোস্বামী:মুর্শিদাবাদ:-করোনা, লকডাউন মাথায় উঠেছে, ভাঙনের তান্ডবে এখন দিশেহারা গ্রামবাসী। মুর্শিদাবাদে ফরাক্কা ব্লকের কুলিদিয়ার, হোসেনপুর চরে গঙ্গা ভাঙন শুরু হয়েছে গত চারদিন ধরে। ইতিমধ্যে জলে তলিয়ে গিয়েছে এলাকার প্রায় ৭০ টি বাড়ি, চোখের সামনে তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা ফসলী জমি। যখন ভিটেমাটি ছাড়া হয়ে ঘুম উড়েছে স্থানীয়দের, বারবার সমস্যার বিষয় জানানো সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের বলে অভিযোগ বাসিন্দাদের।
অনেকেই আবার ঘর বাড়ি থেকে জরুরি সামগ্রী সরিয়ে অন্যত্র ঠিকানা খুঁজছেন, এককথায় নাওয়া খাওয়া ভুলে এখন টিকে থাকার লড়াই চালাচ্ছেন ফরাক্কার কুলিদিয়ার ও হোসেনপুর চরের মানুষজন।গঙ্গা ভাঙনে মাথায় হাত পড়েছে পাট চাষিদেরও। চোখের সামনে তলিয়ে যাচ্ছে ফসলী জমি তাই অবশিষ্ট জমির পাট কেটে নিতে বাধ্য হচ্ছেন পাট চাষিরা।
সেচ দপ্তরের তরফে গঙ্গা ভাঙন রোধে বালির বস্তা দিয়ে সাময়িক বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। এলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাও জলের তলায়। ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষের তরফে কোন সহযোগিতা মিলছে না, অসহায় পরিবারগুলির পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না- এমন অভিযোগও করছেন অনেকেই।