তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় কুপিয়ে খুনের চেষ্টা
মাধব দেবনাথ :শান্তিপুর -এলাকায় বন্দুক দেখিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ,টাকা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস বিশ্বাস। পেশায় কাপড় ব্যবসায়ী। শুভাশিস বিশ্বাস এর অভিযোগ, এলাকায় ব্যবসা চালাতে গেলে তোলাবাজি দিতে।দীর্ঘদিন ধরেই এই হুমকি দিয়ে আসছিল ওই এলাকারই কয়েক জন দুষ্কৃতী। এর আগেও প্রাণের ভয়ে একাধিকবার টাকা দিতে বাধ্য হয়েছে সে । কিন্তু লকডাউন এর কারণে আর্থিক পরিস্থিতি খারাপ থাকায় সেই টাকা দিতে অস্বীকার করে।
অভিযোগ, গতকাল রাত বারোটা নাগাদ পাশেই এক রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে পরিবারকে নিয়ে তিনি যখন বাড়ি ফিরেছিলেন, তখন হঠাত বেশ কয়েক জন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। শুভাশিস বিশ্বাস কে লক্ষ্য করে মাথায় এলোপাতাড়ি কোপে দেয় দুষ্কৃতীরা। কোপের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে শুভাশিস বিশ্বাস।তার পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। এর পরে স্থানীয়রা এসে তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় শুভাশিস কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে ।অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। শুভাশিস বিশ্বাসের পরিবারের অভিযোগ, এই প্রথম নয় এর আগেও তার বাড়ি লক্ষ্য করে বোমা বাজি এবং ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। টাকা না দিলেই চলে এই তান্ডব। এর আগেও ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগ রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকার কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।