বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনাভাইরাসের জন্য প্র্যাকটিসে থাকতে নিষেধ দিয়াগো মারাদোনাকে

Published on: August 14, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌজন্যে :ইন্টারনেট(c .n ) -করোনাভাইরাসের ঝুঁকির জন্য কোচ দিয়াগো মারাদোনাকে অনুশীলনে আসতে বারণ করল আর্জেন্টিনার ফুটবল ক্লাব জিমনেসিয়া লা প্লাতা। ক্লাবটির প্রধান কোচ মারাদোনা। আর্জেন্টিনায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মারাদোনাকে দলের প্র্যাকটিসে থাকতে নিষেধ করেছেন ক্লাবে চিকিৎসকরা। বয়সের জন্য করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি মারাদোনার। তার ওপর শারীরিক নানা জটিলতা তো রয়েছেই। এসব ভাবনা থেকেই জিমনাসিয়া লা প্লাতার অনুশীলন থেকে আপাতত কোচ মারাদোনাকে দূরে থাকতে বলেছেন ক্লাবের চিকিৎসক।


 লা-প্লাতার চিকিৎসক পাবলো দেল কমপেয়ার বলেছেন, তাঁর পরামর্শ হচ্ছে প্রথম ধাপে অনুশীলনে যেন ম্যারাডোনা না যান। এই পরিস্থিতিতে খুব ঝুঁকিতে আছেন তিনি। তাঁর বয়সের ৬০-এর কাছাকাছি। এরপর তাঁর ওজনও বেশি, হাইপারটেনশনও আছে। সম্প্রতি একটি অপারেশনও হয়েছে তাঁর। তাই তাকে এখন সর্তক থাকতে হবে। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগ, সুপারলিগা এই সপ্তাহেই অনুশীলনে ফিরতে যাচ্ছে। কিন্তু লিগ শুরুর আগেই করোনা পজিটিভ হয়েছেন ১৭ জন খেলোয়াড়। তাই লিগ শুরু নিয়ে চিন্তায় পড়ে গেছে কর্তৃপক্ষ। আর্জেন্টিনায় করোনা আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ৫৫৯ জন। মারা গেছেন ৪ হাজার ৬১৯ জন।

Join Telegram

Join Now