বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রোনাল্ডোর জীবনে কি শুরু হচ্ছে নতুন অধ্যায়?

Published on: August 24, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

আংটির ঝলকে জল্পনা চরমে!‘আই ডু’ লিখে জর্জিনার বার্তা—একি বিয়ের ইঙ্গিত?৪২ কোটির হিরের আংটি উপহার! জর্জিনাকে দিলেন রোনাল্ডো?৯ বছরের প্রেম কি এবার পরিণতি পেতে চলেছে বিয়েতে?

সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড় – কবে হবে সেই মহাসমারোহ?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – নামটা উচ্চারিত হতেই ফুটবলপ্রেমীদের মনে ভেসে ওঠে জাদুকরী গোল, রেকর্ড ভাঙার মুহূর্ত এবং অসংখ্য ট্রফি জয়ের ছবি। কিন্তু সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন মাঠের বাইরে এক ব্যক্তিগত কারণে। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক এবার কি বিয়ের দিকেই এগোচ্ছে? তাঁর সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই প্রশ্নকে আরও উসকে দিয়েছে।

সম্প্রতি জর্জিনা আংটি পরা একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন – “আই ডু। এই জন্মে এবং প্রত্যেক জন্মে।” সাধারণত এই শব্দবন্ধ বিয়ের প্রতিশ্রুতি প্রকাশে ব্যবহার করা হয়। ফলে প্রশ্ন উঠছে – রোনাল্ডো কি ইতিমধ্যেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? উল্লেখযোগ্য, পর্তুগিজ সুপারস্টার একাধিকবার প্রকাশ্যে জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করেছেন।

Read more – এশিয়া কাপ থেকে শ্রেয়স আয়ারের বাদ হওয়ার আসল কারণ মাঠের বাইরেই লুকিয়ে

এই পোস্টের পরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জর্জিনার আঙুলে থাকা হিরের আংটি। ছবিতে দেখা যায়, প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা আংটির মাঝে বসানো রয়েছে বড় একটি ডিম্বাকৃতি হিরে। দুই পাশে রয়েছে তুলনামূলক ছোট দুটি হিরে। বিশেষজ্ঞদের অনুমান, আংটির দাম ২০ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ থেকে ৪২ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এত দামি আংটি উপহার দেওয়াকে ঘিরে রোনাল্ডোর বিয়ের জল্পনা আরও প্রবল হচ্ছে।

শুধু আংটি নয়, স্পেনের এক সাংবাদিক দাবি করেছেন, জর্জিনাকে আরও বিলাসবহুল উপহার দিয়েছেন রোনাল্ডো। এর মধ্যে রয়েছে একটি পোর্শে গাড়ি, দামি ঘড়ি এবং বিশেষ ডিজাইনের পোশাক। এমন আড়ম্বরপূর্ণ উপহার যে বিয়ের আগাম ইঙ্গিত, তা ভক্তদের কাছে স্পষ্ট হয়ে উঠছে।

গুঞ্জন শুধু আংটি নিয়েই সীমাবদ্ধ নয়। শোনা যাচ্ছে, ২০২৬ সালের জুলাই মাসেই বিয়ের আসর বসতে পারে। কারণ ওই বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ। সেই দায়িত্ব শেষ করেই মাতৃভূমি পর্তুগালে বিয়ের অনুষ্ঠান করতে পারেন সিআর৭। তবে এখনও পর্যন্ত রোনাল্ডো বা জর্জিনা কেউই প্রকাশ্যে কিছু জানাননি। কিন্তু ভক্তরা ইতিমধ্যেই দিন গুনতে শুরু করেছেন।

২০১৬ সালে এক ফ্যাশন স্টোরে কাজ করার সময় রোনাল্ডোর সঙ্গে জর্জিনার প্রথম পরিচয়। সেই থেকে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে আরও দৃঢ় হয়। তাঁদের একসঙ্গে দুটি সন্তান রয়েছে। রোনাল্ডোর পূর্ববর্তী সম্পর্ক থেকে থাকা সন্তানদের নিয়েও এখন তাঁরা পাঁচ সন্তানের পূর্ণাঙ্গ পরিবার। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর, নানা উত্থান-পতনের মাঝেও তাঁদের সম্পর্ক অটুট থেকেছে। এবার কি সেই সম্পর্ক আনুষ্ঠানিক পরিণতি পেতে চলেছে বিয়েতে?

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। কেউ লিখছেন – “অবশেষে রোনাল্ডোকে বর সাজতে দেখব!” কেউ আবার অপেক্ষা করছেন, বিয়ের অনুষ্ঠান কতটা জাঁকজমকপূর্ণ হতে চলেছে তা দেখার জন্য।

যাই হোক, এখন একটাই প্রশ্ন ঘুরছে সকলের মনে – সত্যিই কি বিশ্বকাপের পরেই বাজবে বিয়ের সানাই? কবে সাত পাকে বাঁধা পড়বেন ফুটবল দুনিয়ার মহাতারকা এবং তাঁর প্রিয়তমা? সময়ই তার উত্তর দেবে। তবে এটুকু নিশ্চিত, এতদিন ধরে চলা গুঞ্জন এখন প্রকাশ্য আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আর তাতেই রোনাল্ডো-জর্জিনার প্রেমকাহিনী যেন একেবারেই নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

Join Telegram

Join Now