বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পাকিস্তানের বিরুদ্ধে কি আদৌ মাঠে নামবে টিম ইন্ডিয়া?

Published on: August 23, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

দ্বিপাক্ষিক সিরিজে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র!

এশিয়া কাপে হবে ভারত–পাক মহারণ, কিন্তু কী শর্তে?

পাক ক্রীড়াবিদদের জন্য ভারতের দরজা কি চিরতরে বন্ধ?

নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী?

ভারত–পাক ম্যাচ হবে কি হবে না? প্রশ্নটা নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক স্পষ্ট করে দিল, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক (Bilateral) ক্রীড়া প্রতিযোগিতা অনুমোদন করবে না ভারত। তবে বহুদেশীয় (Multinational) টুর্নামেন্ট হলে সেখানে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও বাধা নেই। অর্থাৎ, আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত–পাক ম্যাচ নির্ধারিত সময়েই হবে।

Read more – বৃষ্টির দিনে বানিয়ে ফেলুন চিকেন খিচুড়ি

এই সিদ্ধান্তে একদিকে ক্রিকেটপ্রেমীরা স্বস্তি পেয়েছেন, অন্যদিকে হতাশ হয়েছেন সেই সকল মানুষ যারা দাবি তুলেছিলেন—পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আর খেলা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই সেলেব্রিটি থেকে আমজনতা পর্যন্ত অনেকেই ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে না নামার আবেদন জানিয়েছিলেন। কিন্তু ক্রীড়ামন্ত্রক সূত্রে সাফ জানানো হয়েছে, “ভারতের পাকিস্তান নীতি যেমন, খেলাধুলার ক্ষেত্রেও সেটাই কার্যকর হবে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকবে।”

Read more-আশা ভোঁসলের জীবন কাহিনী

অতীতেও দেখা গিয়েছে, রাজনৈতিক পরিস্থিতি যখনই উত্তপ্ত হয়েছে, ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ থেমে গিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ক্রীড়ামন্ত্রকের অবস্থান স্পষ্ট—ভারত থেকে কোনও দল পাকিস্তানে গিয়ে খেলবে না, একইভাবে পাকিস্তানি দলকেও দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারত প্রবেশাধিকার দেবে না। ফলে দুই দেশের মধ্যে সরাসরি সিরিজ আয়োজনের সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে গেল।

এমন অবস্থায় সামনে এসেছে এশিয়া কাপে মহারণ। ১৪ সেপ্টেম্বর ভারত–পাক ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। টুর্নামেন্টটি নিরপেক্ষ কেন্দ্রে আয়োজিত হবে বলে ভারতকে ছাড়পত্র দেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য। ক্রিকেটের বাইরে অলিম্পিক, বিশ্বকাপ কিংবা অন্যান্য বহুদেশীয় প্রতিযোগিতাতেও ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারবে। তবে যদি পাকিস্তান কোনও বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজন করে, সেখানে ভারতকে পাঠানো হবে কিনা—তা এখনও স্পষ্ট করেনি মন্ত্রক।

এদিকে হকিতে ঘটেছে ভিন্ন চিত্র। আগামী সপ্তাহে ভারতে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টের জন্য পাক দলকে ভিসা মঞ্জুর করেছিল বিদেশমন্ত্রক। কিন্তু শেষ মুহূর্তে নিজেরাই বেঁকে বসে পাকিস্তান। পাক হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে দল পাঠাতে পারছে না। এর কয়েক দিনের মধ্যেই ক্রীড়ামন্ত্রক পাক ক্রীড়াবিদদের জন্য দ্বিপাক্ষিক খেলার পথ একেবারে বন্ধ করে দিল।

সব মিলিয়ে স্পষ্ট বার্তা দিল ভারত—পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। তবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারত খেলবে নিয়ম মেনে। এর ফলে ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত ভারত–পাক ম্যাচও এশিয়া কাপে অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়েই।

প্রশ্ন থেকে যাচ্ছে একটাই—যদি ভবিষ্যতে কোনও বড় বহুদেশীয় টুর্নামেন্ট পাকিস্তান আয়োজন করে, তখন ভারতের অবস্থান কী হবে? আপাতত সেই উত্তর ভবিষ্যতের হাতেই তুলে রাখল কেন্দ্র। কিন্তু একটা জিনিস স্পষ্ট, দ্বিপাক্ষিক সম্পর্কের দরজা চিরতরে বন্ধ হলেও, এশিয়া কাপের মতো মঞ্চে আবারও মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

Join Telegram

Join Now