ভারতের কামব্যাক,টপ অর্ডারকে ভেঙে দেন বুমরাহ

সঞ্জয় মঞ্জরেকর লিখলেন, ‘এটা প্রথমবারও নয়, এটা শেষবারও নয়। ভারতীয় বোলাররাই ভারতকে বেল এনে দিল। আর প্রথমবার এবং শেষবারের জন্য নয়, জসপ্রীত বুমরাহ সবার ওপরেই রয়েছে ’।

অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে, যেখানে দিনের তিন-চতুর্থাংশ অস্ট্রেলিয়ান ভক্তদের স্লোগানে ভরা ছিল,চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ভেঙে দেন বুমরাহ।

পার্থ টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দলের পরপর উইকেটের পতন দেখেই ধরে নেওয়া গেছিল,ভারতকে 150 রানে আউট ভারতের কপালে দুঃখ নাচছে।কিউয়ি সিরিজের মতো ফল অনেককে সেই আশঙ্কাই গ্রাস করেছিল।যদিও টিম ইন্ডিয়ার বোলাররাই খেলায় ফিরিয়েছে ভারতকে। বুমরাহ  বোলিং শৈলীর প্রশংসায় মুগ্ধ বিশ্ব।

পার্থে প্রথম দিনের খেলার শেষে যা অবস্থা তাতে যে কোনও দলই জিততে পারে।অস্ট্রেলিয়ার স্কোর প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬৭।বুমরাহর দাপটে কার্যত কোণঠাসা অজিরা।বুমরাহ নাগালের বাইরে থাকা ম্যাচ ভারতকে চালকের আসনে রেখেছে।লিডিং ফ্রম দ্য ফ্রন্টের মতোই লড়লেন সামনে থেকে বুমরাহ।

জসপ্রীত বুমরাহর ওপরই ভারতীয় দলের ভাগ্য  নির্ভর করছে।শনিবার সকালে আর বাকি তিনটি উইকেট তুলে নিতে পারেন কাজটা অনেকটা সহজ হয়ে যাবে ভারতের কাছে।বুমরাহর সিদ্ধান্ত নিয়ে শুরুতে একটু প্রশ্ন ছিল।বল নিজের হাতে তুলে নিতেই সব উত্তর দিয়ে দিলেন বুমরাহ।১০ ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে তিনি তুলে নেন চার উইকেট।

আকাশ চোপড়া লিখলেন, ‘বুমরাহ ২৪ ক্যারাট গোল্ড ’। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেন ভন লিখলেন, ‘দ্য বেস্ট ইন দ্য ওয়ার্লড ইজ অন ফায়ার ’। শ্রীলঙ্কার প্রাক্তন পেসার যাকে সকলেই এক সময় খেলতে ভয় পেত। স্লগ ওভার স্পেশালিস্ট বলা হত। সেই লাসিথ মালিঙ্গ বুমরাহকে প্রশংসায় ভাসিয়ে লিখেছেন, ‘জসপ্রীত দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বুমরাহ ’।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *