BFL এর প্রথম সেমিফাইনালে জয়ী সারদাময়ী জুয়েলার্স ওল্ড ইজ গোল্ড
দ্বিতীয় বর্ষের বি এফ এল এর প্রথম সেমিফাইনালে টানটান উত্তেজনা
ফুটবল মানেই বাঙালি আর বাঙালি মানেই ফুটবল। এ যেন একে অপরের পরিপূরক। ফুটবল পাগল বাঙালি যে কোন ফুটবল খেলা দেখতে বা খেলতে উৎসাহিত হয়ে থাকে। বর্ধমান আনন্দবার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দ্বিতীয় বর্ষের কল্পতরু মাঠে আটটি দল নিয়ে নিলাম পর্যায়ের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। প্রত্যেকটি দলে ১৩ টি করে প্লেয়ার কেনা হয়।আমাদের সঙ্গে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুমন স্পোর্টস এবং তার কর্ণধার সুমন কুন্ডু, জুয়েলস এন্ড জুয়েলারি এবং সনজিৎ পাল।
দুমাস ধরে চলা এই টুর্নামেন্টের আজ ৭ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হলো। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সারদাময়ী জুয়েলার্স ওল্ড ইজ গোল্ড এবং রেনেসাঁ ভেটারেন্স বৃষ্টির মাঠে টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শক পরিপূর্ণ মাঠে এক শুন্য গোলে জয়লাভ করে ফাইনালে প্রথম টিম হিসাবে পা রাখল সারদাময়ী জুয়েলার্স ওল্ড ইজ গোল্ড ।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শান্তনু মান্ডি।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শকরা উপভোগ করল বি এফ এল (BFL) এর প্রথম সেমিফাইনাল ম্যাচ। খেলার মধ্যে দ্বিতীয়আর্ধে রেনেসাঁ ভেটারেন্স আধিপত্য বজায় রেখেছিল। সারদাময়ী জুয়েলার্স ওল্ড ইজ গোল্ডের গোলকিপার লাড্ডু অসাধারণ একটি সেভ করে দলকে ফাইনালে পৌঁছে দিতে সক্ষম হলেন। দলের মালিক সনজিত পাল ফাইনালে ওঠায় তিনি আনন্দ প্রকাশ করেছেন।
WhatsApp Video 2024-09-07 at 5.47.40 PM_WMV V9
আগামী দশই সেপ্টেম্বর মঙ্গলবার এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ময়দানে E SPEED এবং কমল সায়র ইউনাইটেডের মধ্যে। আগামী 14 সেপ্টেম্বর বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় এই দ্বিতীয় বর্ষে BFL এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি আনন্দবার্তার উদ্যোগে যে U-13 ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল দশটি দল নিয়ে , আগামী 11 সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং 14 সেপ্টেম্বর বি এফ এল এর সাথে একই দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।ফুটবলপ্রেমী সহ খেলোয়াড়দের ১৪ই নভেম্বর মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ রইল।