বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আমাদের পাশে এসে দাঁড়ান ফুটবল এর স্বার্থে

Published on: August 30, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান আনন্দ বার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে আন্ডার ১৩ বর্ধমান গোল্ডকাপ টুর্নামেন্ট ।পাশাপাশি দ্বিতীয় বছরে পরল বিএফএল(BFL )অর্থাৎ বর্ধমান ফুটবল লিগ ।আনন্দ বার্তা চ্যানেল শুধুমাত্র সংবাদ পরিবেশন বা ইন্টারটেইনমেন্ট প্রোগ্রাম করে না। পাশাপাশি খেলাধুলার মান কে বাড়িয়ে তুলতে বা ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যেতে সবসময় লড়াই চালিয়ে যাচ্ছে।এবং সেই প্রতিজ্ঞা কে পালন করার চেষ্টা করছে।

৩৫ ঊর্ধ্ব খেলোয়ারদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা । কারণ নতুন প্রজন্মকে প্রাক্তন খেলোয়ারদের খেলা দেখে মাঠ মুখি করার প্রচেষ্টা। পাশাপাশি বর্ধমানের বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্পে বাচ্চা বাচ্চা ছেলেরা দিনের পর দিন প্র্যাকটিস করে যায় কিন্তু খেলার কোন জায়গা নেই। তাই তাদের কথা মাথায় রেখে U-13 বর্ধমান গোল্ডকাপের আয়োজন করা হয়েছে এ বছর 10 টি দল নিয়ে। যদিও পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন খেলোয়াড়রা ৩৫ ঊর্ধ BFL এ অংশগ্রহণ করার পাশাপাশি আন্ডার ১৩ টুর্নামেন্ট সফলভাবে শেষ হতে সহযোগিতা করে চলেছেন।

প্রতিযোগিতায় জুয়েলস এন্ড জুয়েলারি এবং বিশিষ্ট সমাজ সেবী সঞ্জীব পাল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও শুরু থেকে এই টুর্নামেন্টে আনন্দবার্তা সঙ্গে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে সুমন স্পোর্টস। যার কর্ণধার সুমন কুন্ডু। আনন্দ বার্তার পরিবারের পক্ষ থেকে সুমন কুন্ডুকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।তার নিঃস্বার্থ সহযোগিতা কে আমরা কুর্নিশ জানায়।

আমরা চাইছি 14 সেপ্টেম্বর ফাইনালের দিন 10 জন U -13 অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চার সারা বছরের খেলা ধুলা এবং খেলা ধুলা জনিত শারীরিক সমস্যার দায়িত্ব তুলে নিতে।আমরা এত বড় টিভি চ্যানেল পূর্ব বর্ধমান জেলায় চালাতে হিমসিম খাচ্ছি।তায় আমরা চায় বাচ্ছাদের জন্য এই উদ্যোগে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান ফুটবল এর স্বার্থে।আমরা ধন্যবাদ জানায় আমাদের বিধায়ক খোকন দাস কে যিনি আমাদের পাশে থাকার চেষ্টা করেন।

Join Telegram

Join Now