বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

খাঁ খাঁ করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি

Published on: July 29, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

সোমবার সকাল থেকেই স্তব্ধ  টলিপাড়া।  খাঁ খাঁ করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি,বন্ধ সমস্ত শুটিং।পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বাংলার পরিচালকেরা।টেকনিশিয়ানরা গত শনিবারের শুটিংয়ে অনুপস্থিত ছিলেন ।টলিউডের পরিচালক মহল হুঁশিয়ারি দিয়েছিলেন পরিস্থিতির মীমাংসা না হলে কোনও পরিচালক শুটিং ফ্লোরে যাবেন না।তারপরও কিন্তু ফেডারেশন অনড় তাঁদের সিদ্ধান্তে।

‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ জানিয়েছে কোনও পরিচালক সোমবার থেকে ফ্লোরে যাবেন না।”যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের (পরিচালকদের) অনুপস্থিত থাকতে বলা হচ্ছে ।”রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়,, পরমব্রত চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মানসী সিনহা-সহ টলিউডের বড়পর্দা থেকে ছোটপর্দার প্রায় সকল পরিচালকেরা সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।

 

ফেডারেশন ভার্সেস ডিরেক্টর্স অ্য়াসোসিয়েশন, ঝামেলে কবে মিটবে বলা কঠিন। যদিও ইতিমধ্যে মধ্যস্থতা করতে চেয়ে ময়দানে নেমেছে আর্টিস্ট ফোরাম।রাহুল মুখোপাধ্যায়ের কাজের উপর  ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশন তাদের জায়গায় অনড়।পরিচালক-ফেডারেশনের দ্বন্দ্বে সোমবার স্টুডিওপাড়ায় শুরু হয়েছে কর্মবিরতি। সমস্যা কবে মিটবে, সেদিকেই তাকিয়ে বাংলার বিনোদন মহল।

 

Join Telegram

Join Now