বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সোমবার অন্ধকার হবে সারা পৃথিবী!

Published on: April 7, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

আগামী কাল, সোমবার দিনের বেলাতেই অন্ধকার! উধাও হয়ে যাবে সূর্য! পৃথিবী জুড়ে দিনের বেলাতেই অন্ধকার নেমে যাবে।বিরল এ দৃশ্যের সাক্ষী থাকবে কয়েক ঘণ্টার জন্য গোটা পৃথিবী।কয়েকটি দেশ সম্পূর্ণ অন্ধকার হবে।৮ এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্য গ্রহণ (Solar Eclipse)। এই সূর্য গ্রহণ সাধারণ নয়, বিরল ধরনের গ্রহণ।৫১ বছর বাদে ঘটতে চলেছে এমন মহাজাগতিক ঘটনা।

বিজ্ঞানীরা জানিয়েছেন ৮ এপ্রিল রাত ৯টা ১২ মিনিট থেকে এই মধ্যরাত ১ টা ২৫ মিনিট অবধি স্থায়ী হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।গ্রহণ চলাকালীনই একটা সময়ে চাঁদ পৃথিবী ও সূর্যের একেবারে মাঝখানে চলে আসবে। সূর্যের আলো সম্পূর্ণ রুদ্ধ হয়ে যাবে। পৃথিবীর মাটিতে নেমে আসবে না সূর্যের একটি কিরণও। মোট সাড়ে ৭ মিনিট সূর্যকে দেখা যাবে না।

আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ সম্পূর্ণত দেখা যাবে।ভারতে সকালেই পড়বে এই সূর্য গ্রহণের প্রভাব। ভারতের নিরিখে ৪ মিনিট ২৮ সেকেন্ড চাঁদ, সূর্য ও পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকবে। ১৯৭৩ সালে এমন বিরল গ্রহণ ঘটেছিল।গ্রহণ চলাকালীন দিন থেকে রাত,রাত থেকে দিন তিক্রমী ঘটনায় চমকে যাবে প্রাণী এবং উদ্ভিদকুল।সূর্যের আলো কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা কমে যায়। এর ফলেও আকস্মিক এক অস্বাভাবিক আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হয়। যা এবারেও ঘটবে।

 

Join Telegram

Join Now