এই মূল্যবান গাছ গলিয়ে দেবে কিডনির পাথর
প্রাচীন কাল থেকে রোগ নিরাময়ে তুলসি
রোগ নিরাময়ে তুলসি পাতায় হাজারো গুণাগুণ রয়েছে।তুলসি পাতাকে বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।কিডনিতে পাথর অসুখেরও সমাধান করে এই তুলসি পাতা।
তুলসির উপকারিতা:-
সর্দি ও কাশি: সর্দি-কাশি হলে তুলসি পাতা ভালো করে ধুয়ে পাঁচ মিনিট চিবিয়ে রস পান করার ফলে সমস্যা থেকে সহজেই সমাধান পাওয়া যায়।
জ্বর: এক কাপ চায়ের সঙ্গে কয়েকটা তুলসি পাতা ভালো করে ধুয়ে নিয়ে মিশিয়ে পান করুন। এতে জ্বর ছাড়াও ম্যালেরিয়া, ডেঙ্গুসহ অন্যান্য অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে দারচিনি মেশানো হলে কার্যকরী ক্ষমতা আরও বৃদ্ধি পায়।
গলা ব্যথা: হালকা গরম জলে তুলসি পাতা সেদ্ধ করে নিন।তিন কি চারবার সেই জল দিয়ে কুলকুচি করুন বা চায়ের মতো পান করুন।
ত্বকের সমস্যা: ত্বকে ব্রণের সমস্যা সমাধানে অন্যতম কার্যকরী উপাদান হলো তুলসিপাতা।তুলসি পাতার পেস্ট তৈরি করে ত্বকে লাগানোর ফলে পরিত্রাণ পাওয়া যায়।
কিডনির সমস্যা: কিডনির বেশ কিছু সমস্যা সমাধানে তুলসির বিকল্প নেই।প্রতিদিন তুলসির রস এক গ্লাস করে পান করতে পারলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।কিডনিতে পাথরের সৃষ্টি হয় তাহলে টানা ৬ মাস তুলসিপাতার রস পান করতে পারলে মূত্রের সঙ্গে পাথর বের হয়ে যায়।