বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কলকাতার হাসপাতালে সুকান্ত,কেমন আছেন?

Published on: February 14, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন অসুস্থ। নিয়ে আসা হয়েছে তাঁকে কলকাতায়। নিউরোলজি বিভাগে চলছে চিকিত্‍সা।করানো হয়েছে  সিটি স্ক্যান।এমআরআই-সহ আরও কিছু পরীক্ষা করা হবে। আপাতত স্থিতিশীল সুকান্ত মজুমদার।

শরীরে ব্যথা ,কথা বলতে সমস্যা রয়েছে।পুলিশের গাড়ির বনেটে পড়ে যান,সুকান্ত সংজ্ঞা হারিয়েছিলেন।কোলে করে তাঁকে নামানো হয় নীচে। পরীক্ষার পর জানা যাবে শরীরে কোনও চোট আছে কি না। সুকান্তের কোমরে লেগেছে। বুকেও ব্যথা রয়েছে।অ্যাম্বুল্যান্সে এক বারের জন্যও চোখ খোলেননি।বসিরহাট জেলা হাসপাতালে,পরে সুকান্তকে গাড়িতে করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। পেট, বুক, মাথা, ঘাড় এবং মেরুদণ্ডে সিটি স্ক্যান করা হয়েছে তাঁর।

এসপি অফিস ঘেরাও বিজেপির অভিযানের নেতৃত্ব দেন তিনি।সন্দেশখালির ঘটনায় বিজেপির সাত জনকে গ্রেফতার করে পুলিশ। ১৪৪ ধারা জারি,যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, এর পরেই ধস্তাধস্তি শুরু হয়।

Join Telegram

Join Now