বিরাট কোহলিকেও প্রমাণ করতে হবে জুনিয়রের জায়গায় ও সেরা বলেন মঞ্জরেকর
টিম বাছাইয়ের ক্ষেত্রে একটা সোজা ব্যাপার মাথায় রাখতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল বেছে নিতে হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের জুনে।ভারতীয় দল নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে।অতীতে পারফর্ম করেছেন সে দিকে নজর রাখা উচিত নয় বলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর।
বিরাট কোহলি (Virat Kohli) হলেও এই নিয়মই বলবত্ হবে। মঞ্জরেকর বলেন রোহিত শর্মাকেও প্রমাণ করতে হবে, হার্দিক পান্ডিয়ার থেকে নেতা হিসেবে তিনিই যোগ্য।পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ জিতেছে সূর্যকুমার যাদবেরর ভারত।
মঞ্জরেকর যুক্তি তুলে ধরছেন সিনিয়র কোনও ক্রিকেটারকে নতুন ক্রিকেটারদের বদলে খেলাতে হলে তাঁকে প্রমাণ করতে হবে জুনিয়রদের থেকেও যোগ্য।বিরাটের সম্পর্কে মঞ্জরেকর বলছেন, কোহলিকেও প্রমাণ করতে হবে জুনিয়রের জায়গায় ও সেরা বিকল্প।
রোহিত শর্মাকেও প্রমাণ করতে হবে যে, নেতা হিসেবে, ব্যাটার কিংবা অলরাউন্ডার হিসেবে ও হার্দিকের থেকে ভালো।টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল বেছে নিতে হবে।যে কোনও বড় টুর্নামেন্টের জন্য দল বাছাতে গেলে এই যুক্তিকে আঁকড়ে ধরতে চাইছেন নির্বাচকরাও।’