বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

শিশির অধিকারীর ভোট BJP তে

Published on: September 20, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

খেজুরি-২ পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতি দখল করল বিজেপি।শিশির অধিকারীর ভোটে ১৩-১২ ভোটে জয়ী হয়ে স্থায়ী সমিতি দখল করল বিজেপি।মোট আসন ১৫টি, বিজেপি ৯টি ও তৃণমূল ৬টি আসন পায়,পরে বিজেপির ২ সদস্য তৃণমূলে যোগ দেন।বিজেপির পক্ষে পঞ্চায়েত সমিতির ৭ সদস্য ছাড়াও ছিলেন ৩ প্রধান, ১ জন জেলা পরিষদ সদস্য ও খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। শিশির অধিকারীর ভোটে এবার খেজুরি-২ পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতি দখল করল বিজেপি।

ADD

 

৫ সেপ্টেম্বর  স্থায়ী সমিতি গঠনের জন্য নির্বাচন হওয়ার কথা ছিল। ঝামেলা বোমাবাজি অশান্তির জেরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ভোটাভুটি সেদিন স্থগিত রাখা হয়।হাইকোর্ট এর নির্দেশ মতো আজ তমলুকে জেলা শাসকের দফতরে স্থায়ী সমিতির ভোট হয়।তৃণমূল কংগ্রেস  শিশির অধিকারীর ভোট পাবেন ভেবেছিলেন।কার্যক্ষেত্রে দেখা গেল,  বিজেপির পক্ষেই ভোট দিয়েছেন শিশির অধিকারী। শিশির অধিকারীর বক্তব্য উন্নয়ন যাঁরা করবেন, তাঁদের পক্ষে ভোট দিয়েছেন।

Join Telegram

Join Now