বাংলা শস্য বীমা নিয়ে কৃষকদের সচেতনতা শিবির
বাংলা শস্য বীমা নিয়ে কৃষকদের সচেতনতা শিবির পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হলো বর্ধমানের সংস্কৃতি লোকো মঞ্চে
বাংলা শস্য বীমা নিয়ে কৃষকদের সচেতনতা শিবির পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হলো বর্ধমানের সংস্কৃতি লোকো মঞ্চে। বিভিন্ন ব্লক থেকে চাষিরা এসেছেন এই সচেতনতা শিবিরে এদিন।এই সচেতনতা শিবির থেকে চাষীদের বার্তা দেওয়া হয় ,
যে সবাই যেনো সচেতনভাবে তার নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে,মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে প্রিমিয়াম নিজের প্রিমিয়াম চাষীদের কোনো প্রিমিয়াম দিতে হয়না,সরকার বহন করে এই প্রিমিয়াম ।
এছাড়াও এই সচেতনতা শিবির থেকে ধান বিক্রি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয় এদিন।সারা পূর্ব বর্ধমান জেলায় গতবছর ৫লক্ষ্য বীমা নথিভুক্ত হয়েছে বলেও জানান কৃষি অধিকর্তা।