লোহাই সম্মিলনী বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীরা নির্মল সাথী কর্মসূচির
রায়না ২ ব্লকের লোহাই সম্মিলনী বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীরা নির্মল সাথী কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিগত তিন চার দিন ধরে।
রায়না ২ ব্লকের লোহাই সম্মিলনী বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীরা নির্মল সাথী কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিগত তিন চার দিন ধরে।
এর আগে কুইজ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে । আজ ডেঙ্গু সচেতনতার জন্য বার্তা স্কুলের আশেপাশের এলাকাগুলিতে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে। তার জন্য স্কুলের সামনে একটি পথনাটিকা উপস্থাপনা করা হয়। মশাবাহিত ডেঙ্গু রোগ থেকে রক্ষা পেতে কি কি উপায় অবলম্বন করা উচিত এবং কিভাবে নিজের বাড়ির সন্তানকে সুস্থ রাখার পাশাপাশি
নিজেরাও সুস্থ থাকা যায় সেই বিষয়ে সচেতনতা প্রচার করা হয় অভিনয়ের মাধ্যমে।জমা জল পরিষ্কার করা থেকে শুরু করে রাত্রিবেলা মশারি টাঙিয়ে ঘুমানো বাড়ির আশপাশ স্কুল চত্বর পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ বেশ কিছু নিয়ম যদি পালন করা যেতে পারে তাহলেই ডেঙ্গুর হাত থেকে বাঁচা যাবে।
রাজ্য সরকার গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে যথেষ্ট তৎপর হয়েছে। ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এই ডেঙ্গু সচেতনতামূলক বার্তা যাতে প্রতিটি স্তরে পৌঁছে যায় তারই উদ্যোগ নেওয়া হয়েছে আজ লোহাই সম্মিলনী বিদ্যানিকেতনের পক্ষ থেকে। এমনটাই জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্বাস উদ্দিন।