ভাড়াঘর থেকে উঠে যাবার জন্য মানসিক ভাবে চাপ সৃষ্টি
পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সিকত্তর গ্রামের বাসিন্দা পাঁচুগোপাল কোঙার
পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সিকত্তর গ্রামের বাসিন্দা পাঁচুগোপাল কোঙার।গত তিন মাস যাবত পাঁচুগোপাল বাবু বলগোণা বাজারে ভাড়া বাড়িতে থাকেন।ভাড়া বাড়ির মালিক স্বরূপ চৌধুরী কয়েক দিন আগেই মারা যান,ব্যাবসার কাজ সেরে পাচুগোপাল বাবু ভাড়াবাড়িতে ফিরছিলেন।এমত অবস্থায় স্বরূপ চৌধুরীর বাবা বিশ্বনাথ চৌধুরী পাচুগোপাল বাবুকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভাড়াঘর থেকে উঠে যাবার জন্য মানসিক ভাবে চাপ সৃষ্টি করেন।
প্রতিবাদ করতে গেলে , বিশ্বনাথ চৌধুরী,অনিমা চৌধুরী,বিক্রম চৌধুরী সকলে মিলেপাচুগোপাল বাবুকে মারধর করেন এবং জামা কাপড় ছিঁড়ে দেন,পরে স্থানীয় লোকজন পাচুবাবুকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য ,তিনি দাবি করেন ভাড়াটিয়ারা সকলে মিলে তাকে প্রচন্ড মারধর করছে,তার বুকে ও পেটে যন্ত্রণা হচ্ছে।
হাসপাতালে চিকিৎসার পর তিনি ভাতার থানায় লিখিত অভিযোগ করেন,পাচুগোপাল বাবু আরো বলেন বিশ্বনাথ চৌধুরীর বাড়িতে যত জন ভাড়ায় থাকেন সবার সঙ্গেই উনারা খারাপ ব্যাবহার করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেন। যদিও বিশ্বনাথ চৌধুরীর নাতি বিক্রম চৌধুরীর বক্তব্য ওনার বৃদ্ধ দাদুকে আগে মারধর করেন, পাঁচুগোপাল কোঙার