২২ বছর পর বক্স অফিসে ঝড় গদর টু-র
2,54,000 রেকর্ড অগ্রিম বুকিংয়
তারা সিং বড় পর্দায় ফিরলেন ২২ বছর পর ।শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল সানি দেওলের বহু প্রতীক্ষার পর ‘গদর টু’। ১৫ জুন ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর’ ।পাকিস্তান থেকে যেভাবে স্ত্রী-কে দেশে ফিরিয়ে আনেন তারা সিং নামের এক পঞ্জাবী সবার মনে ধরে।সেই আবেগে ভর করে উন্মাদনার সঙ্গে বড় পর্দায় চলছে গদর-টু।2,54,000 রেকর্ড অগ্রিম বুকিংয়ের পাশাপাশি প্রথম দিনে মাতিয়ে দিচ্ছে গদর টু বক্স অফিস। গদর টু-কে ব্লকব্লাস্টার ঘোষণা করেছেন।সানি দেওলের অভিনয়ের প্রশংসা পাচ্ছে।৩২ কোটি টাকার ব্যবসা করতে পারে গদর টু প্রথম দিনেই।শনি ও রবিবার ভিড় গদরকে দ্রুত একশো কোটির ক্লাবে পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে।
গদর টু-কে ঘিরে ব্যাপক উন্মাদনা দেশের বিভিন্ন জায়গায় ।গদর টু-র মিউজিক অ্যালবামও ব্যাপক জনপ্রিয় হয়েছে।গদর টু-কে নিয়ে কলকাতাতেও উন্মাদনা চোখে পড়ছে।