বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গৃহস্থ বাড়ির সরকারি ঘরে রম রমিয়ে চলছে দেহ ব্যবসা

Published on: August 1, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

গৃহস্থ বাড়ির সরকারি ঘরে রম রমিয়ে চলছে দেহ ব্যবসা প্রতিবাদে সরব এলাকাবাসী। পুলিশকে খবর দিলে যুবক যুবতীকে আটক করে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর থানার ২১ নম্বর ওয়ার্ডের। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা, গোপাল সরকার তার দাদুর নামে একটি সরকারি ঘর পেয়েছিলেন। অভিযোগ হঠাৎই ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই এক যুবক ও যুবতীর আনাগোনা লক্ষ্য করে এলাকাবাসী।

আজ হঠাৎই গোপাল সরকারের স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা, এরপর দেখে ওই সরকারি ঘরের ভেতরে ওই যুবক-যুবতী একই বিছানায় শুয়ে রয়েছে। অভিযোগ, ওই যুবক যুবতি মাঝেমধ্যে এলেই তাদের কাছ থেকে ঘন্টা তিনেকের জন্য নেওয়া হতো কখনো দুই হাজার টাকা, কখনো আড়াই হাজার টাকা, কখনো আবার তিন হাজার টাকা, আর সেই টাকা নিতো গোপাল সরকার নিজেই।এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ওই যুবক যুবতি যখন মাঝেমধ্যে আসতো তখন কখনোই প্রতিবাদ করেনি গোপাল সরকারের স্ত্রী, তাহলে কি সব জেনেশুনেই ঘন্টা কয়েকের জন্য ঘর ভাড়া দেওয়া হতো তাদের।

 

এ প্রসঙ্গে গোপাল সরকারকে প্রশ্ন করলে তার দাবি, ওই যুবক যুবতীর সাথে অনেকদিন ধরেই তার পরিচয় ছিল, আর সেই সুবাদেই তার বাড়িতে তিনি জায়গা দিয়েছিলেন।অন্যদিকে গোপাল সরকারের স্ত্রীর দাবি, তিনি সব ঘটনা জানতেন, কিন্তু প্রতিবাদ করলেই তার স্বামী বিভিন্নভাবে তাকে হুমকি দিত। আজ তার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে বলেই তিনি এলাকার মানুষকে ডেকে ঘটনাটি হাতেনাতে ধরিয়ে দেন। যদিও এই নিন্দনীয় ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Join Telegram

Join Now