বি ডি ও অফিসে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটি “আইনী সচেতনতামূলক পোগ্রাম
এই পোগ্রামে মেয়েদের সাংবিধানিক অধিকার সংক্রান্ত মৌলিক আইন গুলোর ব্যবহারিক জ্ঞান এবং কার্যক্ষেত্রে সেগুলো প্রয়োগের মাধ্যমে পরিত্রানের উপায় সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা
ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (National Legal Services Authority) এবং ন্যাশনাল কমিশন ফর উইমেন (National Commission for Women) এর যৌথ উদ্যোগে, এবং স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সক্রিয় সহযোগীতায়; কালনা মহকুমা আইনী পরিষেবা কমিটি আজ অর্থাৎ ২৪-০৭-২০২৩ তারিখ থেকে পূর্বস্থলী 2নং বি ডি ও অফিসে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটি “আইনী সচেতনতামূলক পোগ্রামের “(Lega Awareness Programme) আয়োজন করেছিল।
এই পোগ্রামে মেয়েদের সাংবিধানিক অধিকার সংক্রান্ত মৌলিক আইন গুলোর ব্যবহারিক জ্ঞান এবং কার্যক্ষেত্রে সেগুলো প্রয়োগের মাধ্যমে পরিত্রানের উপায় সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলেন,
১/কালনা কোর্টের মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি তথা কালনা মহকুমা আইনী পরিষেবা কমিটির চেয়ারম্যান, শ্রী সূধীর কুমার মহাশয়,
২/.কালনা মহকুমা আইনী পরিষেবার প্যানেল আইনজীবী আহমেদ সেখ ও শ্রীমতী মানসী সামন্ত মহাশয়া,
৩/. কালনা মহকুমা আইনী পরিষেবা কমিটির পি এল ভি মহম্মদ সুজাউদ্দিন মল্লিক মহাশয়!
৪/.পূর্বস্থলী 2নং ব্লকের জয়েন বি ডি ও সৈয়দ মেহেবুব রহমান মহাশয়।
৫/.পূর্বস্থলী 2নং ব্লকের বড় বাবু সুদীপ নন্দী মহাশয়!
আজকের এই আইনী পরিষেবার আলোচনা শোনার পর উপস্থিত আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী রা খুবই প্রশংসা করেছেন!!