দামোদরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলো তিন ছাত্র
তলিয়ে যাওয়া তিন ছাত্র দুর্গাপুরের বাসিন্দা। স্কুল পালিয়ে স্নান করতে এসে এই বিপত্তি।
তলিয়ে যাওয়া তিন ছাত্র দুর্গাপুরের বাসিন্দা। স্কুল পালিয়ে স্নান করতে এসে এই বিপত্তি। ঘটনাস্থলে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ দামোদরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন ছাত্র। ইতিমধ্যে পুলিশ ও বিশেষ উদ্ধারকারি দল তিন ছাত্রের খোঁজে তলাসীতে নেমেছ। জলে নেমেছে বিশেষ উদ্ধারকারী দল ও স্থানীয়রা। এরা সবাই দুর্গাপুরের এম. এ. এম. সি টাউনশিপ এ থাকে।
আজ দুপুর আড়াইটা নাগাদ দুর্গাপুরের একটি স্কুল থেকে ৮ জন বাঁকুড়ার দিকে থাকা একটি হোটেলের সামনে দিয়ে দামোদর নদে আসে, এর মধ্যে জলে স্নান করতে নেমে তলিয়ে যায় প্রথম একজন, বাকি দুইজন ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ।তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম সৌম্যজিত সাহা, শুভজিত নস্কর, ভিকে শীল।