ফাইনাল ভেস্তে গেলে আইপিএল চ্যাম্পিয়ন কে?
১৪ ম্যাচে আটটি জিতে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই সুপার কিংস।
আহমেদাবাদে আইপিএল ফাইনাল ঘিরে বৃষ্টির পূর্বাভাস নেই।এখন প্রায়ই বিকেলের দিকে দেশের বহু জায়গায় ঝড়-বৃষ্টি হচ্ছে।আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল।বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কোন দল চ্যাম্পিয়ন হবে?
রবিবার গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস খেলবে আইপিএল ফাইনাল।চেন্নাইয়ের কপালে দুঃখ আছে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে।এবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়নি।আইপিএল ২০২৩ ফাইনালের কাট অফ টাইম হবে ১১ টা বেজে ৫৬ মিনিট। অন্তত ৫ ওভারের জন্য প্রতি পক্ষের খেলা করানোর চেষ্টা করা হবে।
ম্যাচে যদি একটি বলও খেলার সুযোগ না থাকে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।১০ টি ম্যাচ জেতার পর গুজরাট ২০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৩ এর লিগ রাউন্ডে শীর্ষে ছিল।১৪ ম্যাচে আটটি জিতে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই সুপার কিংস।ফাইনাল বাতিল হলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স।