বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

তৃণমূলের সভায় বজ্রপাত, মৃত এক

Published on: April 30, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

তৃণমূলের সভায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক, রয়েছেন ১ মহিলাও। এদের মধ্যে আশংখ্যাজনক ৯ জন দাবি তৃণমল নেতৃত্বের। মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার আশীনপুর দীঘির পাড়ে।

রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাসের আশীনপুর দীঘির পাড়ে প্রতিবাদ সভা ছিল তৃণমূলের। দেবাংশু ভট্টাচার্য্যের এই সভাকে ঘিরে দলীয় নেতা কর্মী ও সমর্থকরাও হাজির হচ্ছিলেন দলে দলে। সভা শুরুর আগেই নামে বৃষ্টি। বৃষ্টির হাত থেকে বাঁচতে সভায় উপস্থিত নেতা কর্মী ও সমর্থকরা যে যার নিজের মতন করে সভাস্থলের কাছেই আশ্রয় নেয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে ত্রিপল মাথায় দিয়ে স্থানীয় একটি বট গাছের নিচে আশ্রয় নিয়েছিল বহু কর্মী সমর্থকও। সেই বটগাছেই বজ্রবিদ্যুতের ঘটনা ঘটে। ঘটনায় বটগাছের নিচে আশ্রয় নিয়ে থাকা কর্মী সমর্থকরা ছিটকে পড়ে মাটিতে।

বৃষ্টির মধ্যেই স্থানীয় তৃণমূল নেতা ও পুলিশ সেখানে পড়ে থাকা কর্মী সমর্থকদের একের পর এক উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ হাসপাতালে একজনকে মৃত বলে ঘোষনা করে চিকিতসকরা। মৃতের নাম শামেদ মল্লিক (৩৬)। তৃণমূল সুত্রে জানা গেছে হাসপাতালে ভর্তি করা হয় প্রায় ৫০ জন কর্মী সমর্থককে সেখান থেকে আশংখ্যাজনক ৯ জনকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদের মধ্যে একজন মহিলাকেও স্থানান্তরিত করা হয়েছে বর্ধমানে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য্য।তিনি ইন্দাস হাসপাতালে আগামীকাল আহতদের সাথে দেখা করবেন বলে খবর।

Join Telegram

Join Now