IPL এ প্রথম শতরান
এই তরুণ তারকাকে ইংল্যান্ডের বিরাট কোহলি বলে
আজ আত্মবিশ্বাসী নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে কিছুটা বেকায়দায় থাকা সানরাইজার্স হায়দরাবাদের।আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্স।কিন্তু চলতি আইপিএলের প্রথম শতরানটি করে তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দেন সানরাইজার্স ওপেনার হ্যারি ব্রুক (Harry Brook)।
প্রথম ওভার থেকে নাইট বোলারদের ওপর মারাত্মক আক্রমণ করতে শুরু করেন ইংল্যান্ডের তরুণ তারকা ব্যাটার হ্যারি ব্রুক। ইংল্যান্ডের হয়ে টেস্ট ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন এই তরুণ তারকা।পেসারদের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে রান করেছেন ব্রুক।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এই তরুণ তারকাকে ইংল্যান্ডের বিরাট কোহলি বলে আখ্যা দিয়েছিলেন।১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নিয়েছিল ।তিন ম্যাচে টানা ব্যর্থ, কিন্তু আজ ৫৫ বলে ১০০ রানের একটি ইনিংস খেলে নিন্দুকদের যোগ্য জবাব দিলেন তিনি। ১২টি চার ও ৩টি ছক্কা দিয়ে ১০০ রানের ইনিংস খেলে।৩২ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেছিলেন এই ইংল্যান্ডের তারকা।
সানরাইজার্সের ২ ভারতীয় তারকা রাহুল ত্রিপাঠী এবং মায়াঙ্ক আগারওয়াল ব্যর্থ হলেও অভিষেক শর্মা নিজের সুনাম বজায় রেখেছেন। কেকেআরের সামনে ২৩০ রানের লক্ষ্য।