বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কৃষ্টি কালচার কে ধরে রাখতে বাংলা বাইজের বাজি প্রতিযোগিতা

Published on: March 17, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

উত্তরবঙ্গের পুরনো কৃষ্টি-কালচার যতই দিন যাচ্ছে ততই হারিয়ে যাচ্ছে, আরে কৃষ্টি কালচার কে ধরে রাখতে বাংলা বাইজের বাজি প্রতিযোগিতা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির  ব্লকের কুমার পাড়া  সংলগ্ন হেদেলা কামাত এলাকায় বাংলা বাইজ  প্রতিযোগিতা যেখানে প্রায় এই খেলা বিলুপ্তির পথে সেখানে তুলে ধরেছে গ্রাম উন্নয়ন সমাজ সংঘ পরিচালনায় দীর্ঘদিন থেকে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন।

 

এই বাইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুর দুটো থেকে জানা গেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের বিষহরা চোর চুন্নি বাংলা বাইজ এই সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে তবে এই বাংলা বাইজ মূলত বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেখা যায়। জানা গেছে তারা বাপ ঠাকুরদার আমলে ১৯৭৩ সাল থেকে এই বাংলা বাইজ প্রতিযোগিতার আয়োজন করে আসে এই প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শকের ভিড় জমে যায় এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

 

গ্রাম উন্নয়ন সমাজ সংঘের সভাপতি পরেশ চন্দ্র রায় বলেন , আমরা গ্রাম পুজোর মধ্য দিয়ে প্রত্যেক বছরের মতো এ বছরও আয়োজন করেছি বাংলা বাইজ প্রতিযোগিতা আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে এই আমরা গ্রাম পুজোর মধ্য দিয়ে আয়োজন করে থাকি এই প্রতিযোগিতা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন দু হাজারেরও বেশি মানুষ । এখনকার দিনে মিচেনি গান ,চোর চুন্নি গান,  এই সমস্ত গান প্রায় বিলুপ্তির পথে। এখনকার দিনের বাচ্চারা বলতে পারবেনা ।

Join Telegram

Join Now