তাজা বোমা নিষ্ক্রিয় করল বীরভূম জেলা পুলিশ
গত সপ্তাহে এক তৃণমূল নেতার বাড়ির শৌচাগারে মজুদ বোমায় বিস্ফোরণ ঘটেছিল।
বীরভূমের পারুই থানার ভেরামারি গ্রামে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল বীরভূম জেলা পুলিশের বোম স্কোয়াড।
বীরভূমের পাড়ুই থানার ভেরামারি গ্রামে ফের তাজা বোমা উদ্ধার। পুলিশ সূত্রের খবর, তিনটি ড্রামে প্রায় শতাধিকের উপর তাজা বোমা উদ্ধার হয়েছে।
একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে নিয়ে এই বোমা মজুদ করেছিল? তদন্ত করে দেখছে পাড়ুই থানার পুলিশ। এখনো কেও গ্রেফতার বা আটক হয়নি। এই গ্রামেই গত সপ্তাহে এক তৃণমূল নেতার বাড়ির শৌচাগারে মজুদ বোমায় বিস্ফোরণ ঘটেছিল।