মাদক বিরোধী পদযাত্রার মধ্য দিয়ে ভাটপাড়া উৎসবের সূচনা
মাদক বিরোধী পদযাত্রার মধ্য দিয়ে শুক্রবার সূচনা হল প্রথম বর্ষ ভাটপাড়া উৎসবের।
মাদক বিরোধী পদযাত্রার মধ্য দিয়ে শুক্রবার সূচনা হল প্রথম বর্ষ ভাটপাড়া উৎসবের। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।
ভাটপাড়ার সবুজ সংঘের মাঠে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং, সি আই সি অমিত গুপ্তা ও হিমাংশু সরকার, কাউন্সিলর সত্যেন রায়, সীমা মন্ডল ও কনকলতা দাস, নৈহাটি পুরসভার কাউন্সিলর পার্থ প্রতিম দাশগুপ্ত,
ক্রিকেট প্রশিক্ষক দেবেশ চক্রবর্তী, বর্ষীয়ান তৃণমূল নেতা অম্বর চক্রবর্তী, মন্নু সাউ, সুলক্ষনা ঘোষ-সহ বিশিষ্ট জনেরা। এদিন সাংসদ বলেন, সমাজকে মাদক মুক্ত করার বার্তা দিয়েই রালির মাধ্যমে উৎসবের শুভ সূচনা হল।