পুলিশের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি ট্রাক্টার থেকে নেমে পালাতে গিয়ে মৃত্যু হল এক ট্রাক্টরের ড্রাইভারের
পুলিশের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি ট্রাক্টার থেকে নেমে পালাতে গিয়ে ট্রাক্টারে জড়িয়ে গিয়ে মৃত্যু হল এক ট্রাক্টরের ড্রাইভারের।
পুলিশের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি ট্রাক্টার থেকে নেমে পালাতে গিয়ে ট্রাক্টারে জড়িয়ে গিয়ে মৃত্যু হল এক ট্রাক্টরের ড্রাইভারের। এর মৃত ওই ব্যক্তির নাম আলন শেখ। ঘটনাটি এদিন শনিবার বিকেলে কালনার হাঁসপুকুর কুণ্ডু ভাটার কাছের। ট্রাক্টারে করে একটি ভাটার মাটি বইছিল ওই ব্যক্তি, এমন সময় পিছন দিক থেকে আসা একটি পুলিশের গাড়ি
তাদের পিছনে আসতেই, ওই ট্রাক্টার চালক তড়িঘড়ি পালাতে গিয়ে ট্রাক্টারে পিষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি কে সাথে সাথে কালনা মহকুমা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে রেফার করে দেয়, রাস্তায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরই এদিন শনিবার সন্ধ্যায় কালার এসডিপি অফিসে পুলিশি
জুলুমবাজির বিচার চেয়ে এসডিপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকশো মানুষ। ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান পুলিশে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।