এলাকায় চিরুনি তল্লাশি চালান পুলিশ
গত 14 তারিখ কুলটি থানার শাকতোড়িয়া এলাকায় কয়লা ব্যবসায়ী সুশীল আগারওয়াল এর বাড়িতে গুলি চালিয়ে ডাকাতির ঘটনা
গত 14 তারিখ কুলটি থানার শাকতোড়িয়া এলাকায় কয়লা ব্যবসায়ী সুশীল আগারওয়াল এর বাড়িতে গুলি চালিয়ে ডাকাতির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীর বাড়িতে রং করার জন্য লাগানো বাস দিয়ে ওঠে এলাকার কয়লা ব্যবসায়ী সুশীল আগারওয়ালের বাড়িতে। দুঃসাহসিক ডাকাতি করে দুষ্কৃতীরা।
দুষ্কৃতীদের গুলিতে জখম হন ব্যবসায়ী সুশীল আগারওয়ালের ছেলে সৌভিক আগারওয়াল। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার ও উচ্চ আধিকারিকরা। পরে ঘটনার তদন্তে নেমে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
ধ্তদের এদিন ঘটনাস্থলের আশেপাশে নিয়ে গিয়ে পুলিশ বিশেষ অভিযান চালালে বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের ফেলে যাওয়া মোটরবাইক সোনার অলংকারের বাক্স সহ রাতের অন্ধকারে বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয় । তল্লাশি চালাতেই দুষ্কৃতীদের ফেলে যাওয়া এইসব সামগ্রী পুলিশ উদ্ধার করে।