ফের জমি মাফিয়াদের দৌরাত্ম
ফের জমি মাফিয়াদের দৌরাত্ম আদিবাসী সমাজের মানুষদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে
ফের জমি মাফিয়াদের দৌরাত্ম আদিবাসী সমাজের মানুষদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। সালিশি সভা ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের কামারপাড়া অঞ্চলের আদিবাসী গ্রামে।বীরভূমের ইলামবাজার ব্লকের কামারপাড়া আদিবাসী গ্রামের বাসিন্দা তুলসী মুরমু।
তার জমি দখলের অভিযোগ বেশকিছু জমি মাফিয়াদের বিরুদ্ধে। ছোটু বাগদি বিশ্বনাথ মাড্ডি, জগন্নাথ কিস্কু, ছকর বাগদী এই চারজন জমির দালাল কামারপাড়া আদিবাসী এলাকায় আদিবাসী জমি হাতিয়ে প্রোমোটারদের বিক্রি করে দিচ্ছে। এমনই অভিযোগ স্থানীয়দের। খুব স্বাভাবিকভাবেই এদিন আদিবাসীদের সমাজগতভাবে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। সেই সালিশি সভায় চূড়ান্ত উত্তেজনা ছাড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই ইলামবাজার থানার পুলিশ।
এলাকায় এখনো উত্তেজনার পরিবেশ রয়েছে।একই অভিযোগ করেছে ইলামবাজার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু। তার অভিযোগ, এলাকায় বেশ কিছু জমির দালাল। কিছু মানুষের প্ররোচনায় আদিবাসী মানুষদের জমি হাতিয়ে নিচ্ছে। এ ধরনের ক্রিয়াকর্ম বন্ধ হওয়া দরকার।যদিও পুরো ঘটনায় যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ সেই জমি মাফিয়ারা বলছে, আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করে জমি কেনাবেচা করছি।