বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বড় বউ ছুরি মারলো মেজো বউকে

Published on: November 5, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

কার ছেলে সাইকেল নিয়ে যাবে আগে সাইকেল নিয়ে ঝগড়া, বড় বউ ছুরি মারলো মেজো বউকে বর্ধমানে চাঞ্চল‍্য বউকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান – ১ ব্লকের দেওয়ানদিঘী থানার অন্তর্গত টুবগ্রাম পূর্ব পাড়ায় শনিবার। একই বাড়িতে থাকেন বড় বউ মুসলিমা চৌধুরী ওরফে বিউটি এবং মেজোবউ মনিরা চৌধুরী ও শাশুড়ি তসলিমা চৌধুরী। বড় বউ মুসলিমা চৌধুরীর স্বামী বাবুল চৌধুরী এবং মেজোবউ মনিরা চৌধুরীর স্বামী কাবুল চৌধুরী কর্ম সূত্রে ভিন রাজ‍্যে থাকেন।

শনিবার সকালের দিকে সাইকেল নিয়ে প্রথমে বড়ো বউয়ের ছেলে এবং মেজোবউ এর মেয়ের মধ‍্যে ঝামেলা শুরু হয়। এর পড় ঐ ঝামেলায় জড়ায় মুসলিমা ও মনিরা। অভিযোগ প্রথমে কথা কাটাকাটির মধ‍্যে ঝামেলা চললেও শুরু হয় মারামারি , এরপর আচমকাই বড় বউ মুসলিমা চৌধুরী একটি ছুরি নিয়ে এসে মেজো বউ মনিরা চৌধুরীর পিঠ সহ একাধিক জায়গায় মারে, হয় ক্ষত এবং বের হয় রক্ত।

চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা ছুটে এসে মারামারিতে রত দুই বউকে ছাড়ায়। শাশুরি সহ অন‍্যরা মেজো বউকে নিয়ে যায় বর্ধমান কুড়মুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। কুড়মুন স্বাস্থ্য কেন্দ্রে ব‍্যান্ডেজ করার পর মনিরা চৌধুরী দেওয়ানদিঘী থানায় যান অভিযোগ দায়ের করার জন‍্য।

Join Telegram

Join Now