কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন
প্রথা অনুযায়ী শুরু হলো নদীয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন।
প্রথা অনুযায়ী শুরু হলো নদীয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন। আজ সকাল থেকে শুরু হওয়া এই ঘট বিসর্জন শোভাযাত্রা বিভিন্ন বারোয়ারী পূজো কমিটি তাদের তাদের মন্ডপ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ট্যাবলো সহকারে জলঙ্গী নদীর ঘাটে উপস্থিত হয়েছে।
প্রথা অনুযায়ী চলছে কৃষ্ণনগরের ঐতিহ্যের ঘট বিসর্জনের পাশাপাশি সন্ধ্যা থেকে শুরু হবে প্রতিমা নিরঞ্জন বা ভাসান। সর্বপ্রথম বিভিন্ন বাড়ির পুজো তারই পরে বড় বড় বারোয়ারি পূজোর জগদ্ধাত্রী প্রতিমা কৃষ্ণনগর কদমতলা ঘাটে রাতভর চলবে। আজ সারারাত ধরেই চলবে কৃষ্ণনগরের বিসর্জন পর্ব।
সব প্রতিমাকে নিয়ে যাওয়া হবে কৃষ্ণনগর রাজবাড়িতে, রাজবাড়ী স্পর্শ করেই সব প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেবে। একেবারে শেষে কৃষ্ণনগরের ঐতিহ্য বুড়িমার বিসর্জন। ঘট বিসর্জনে কৃষ্ণনগরের রাজপথে নেমেছে মানুষের ঢল।